বরিশালে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৭ দফা দাবী তোলা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন ঐক্যজোট সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল (৫) আসন সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, ড. মোঃ ইয়াকুব হোসেন, বরিশাল মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, কাজী মোঃ রুহুল আমীন চৌধুরী, এস.এম জয়নুল আবেদীন জেহাদী, মোঃ সামসুল আলম, মোঃ তাজুল ইসলাম ফরাজী।

সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা আহবায়ক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা আহবায়ক মাওলানা মোঃ তাজুল ইসলাম, পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মোঃ রোকুনুজ্জামান হিরন, বরগুনা জেলা আহবায়ক মাস্টার মোঃ শওকত আলী, যুগ্ম আহবায়ক মোঃ আলতাপ হোসেন, ভোলা জেলা আহবায়ক জুলফিকার আলী ও বরিশাল জেলা উপদেষ্টা মাওলানা মোঃ নজরুল ইসলাম মাহবুব, আবু মুসা ভূইয়া প্রমুখ।

বিভাগীয় শিক্ষক সমাবেশে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহা. বসিরউল্লাহ আতাহারীর উপস্থাপনায় সমাবেশের উদ্ধোধন করেন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট চেয়ারম্যান কাজী মোখলেচুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *