আ’লীগ প্র্রার্থীকে ১২ ভোটে হারালেন জামায়াত নেতা

Spread the love

নাগরিক ডেস্ক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে ১১ হাজার ৯৯৪ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীকে হারিয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ।

বেসরকারিভাবে পাওয়া তথ্য মতে, নুর মোহাম্মদ ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী হেলাল প্রামাণিক পেয়েছেন মাত্র ১৪৪ ভোট।

তিনি উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও গুনাহার ইউনিয়ন জামায়াতের রোকন এবং গার্ডিয়ান পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশব্যাপী পরিচিত।

এদিকে, পঞ্চম ধাপে অনুষ্ঠিত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে সবগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকা, প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তহীনতা, দলীয় কোন্দল, প্রতিপক্ষের কালো টাকা, স্থানীয় নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী ছেড়ে মেম্বর প্রার্থীদের নিয়ে মাতামাতি সর্বপরি নির্বাচনে দলীয় নেতাদের গা ছাড়া ভাবের কারণে নৌকা প্রার্থীদের ভরাডুরি কারণ বলে মনে করছেন অনেকেই। তবে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, পাঁচটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সাধারণ সদস্য পদে প্রার্থী হওয়ায় তাদের পক্ষে বেশিরভাগ দলীয় নেতাকর্মীরা ভোট করায় এ পরাজয়ের মুল কারণ। তবে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সমন্বয়ে প্রত্যেক ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *