বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত : হয়নি নতুন কমিটি

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে কর্মীসভা শেষে ১৪ বছর আগে গঠিত কমিটি বিলুপ্ত করা হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল জানান, সদর উপজেলার মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম পান্নার নেতৃত্বাধীন সাংগঠনিক কমিটি আপাতত দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক কমিটি তৃনমূলের মতামত নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করবে। মেবুল বলেন, সম্ভাব্য আহ্বায়ক কমিটির অধীনে সদর উপজেলার ১০ ইউনিয়ন ও পরবর্তীতে উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত বরিশাল সদর উপজেলা বিভাগের মর্যাদার সংসদীয় আসন বরিশাল- ৫ এর অন্তর্ভূক্ত। এ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার। গত ৩ নভেম্বর সরোয়ার বিরোধীদের পদায়ন করে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে স্থানীয় রাজনীতিতে একক আধিপত্য হারান সরোয়ার। এর প্রভাব ছিল মঙ্গলবার অনুষ্ঠিত সদর উপজেরার কর্মীসভায়।

ইউনিয়ন পর্যায়ে সরোয়ার অনুসারীরা তাদের অস্তিত্ব জানান দিতে শোডাউন করে কর্মীসভায় আসেন। ইউনিয়ন পর্যায়ের বেশীরভাগ নেতা বক্তৃতায় অভিযোগ করেন, সরোয়ারের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনে তাদের দলে বিভিন্নভাবে কোনঠাসা করা হচ্ছে। এতে দল ক্ষতিগ্রস্থ হবে। তারা নতুন কমিটি গঠনে ত্যাগী, অভিজ্ঞ ও উদীয়মান নেতাদের সমম্বয় করার দাবী জানান।

সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম রাঢ়ীর সভাপতিত্বে কর্মীসভায় দক্ষিণ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আখতার হোসেন মেবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *