আমতলীতে মিনা দিবস পালিত

Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি : ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা শিক্ষা অফিস শনিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা ইউআরসির ইন্সেট্যাক্টর একেএম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফাতেমা বেগম ও সহকারী শিক্ষক মাসুদ কাদের প্রমুখ। সভা শেষে গল্পবলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *