বরিশালে একটি বোয়াল মাছ বিক্রি হলো ২২ হাজার টাকায়

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের তেতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল বোয়াল মাছ। ৩ হাত বদল হয়ে বুধবার সকালে নগরের পোর্ট রোড মৎস্য মোকামে মাছটি ২২ হাজার টাকায় পাইকারী বিক্রি হয়। প্রতি কেজির দাম পড়েছে দেড় হাজার টাকা।

এত বড় সাইজের বোয়াল মাছ সচরাচর ধরা না পড়ায় সেটি দেখতে উৎসুক জনতা ভীড় করেছিলো।
পোর্ট রোড মৎস্য মোকামের দিনা মৎস্য আড়তের মালিক মো. ফরিদ হোসেন জানান, শাখাওয়াত হোসেন নামক এক ব্যক্তি বুধবার সকাল সাড়ে ১০টায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্য মাছটি বিক্রির জন্য তার আড়তে নিয়ে আসেন। প্রকাশ্যে ডাকে সর্বোচ্চ দরদাতা ফরিদপুরের ভাঙ্গা এলাকার পাইকার বাচ্চু মিয়া মাছটি ২২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার ফরিদ হোসেন জানান, পোর্ট রোড মোকামে ৬-৭ কেজি বেশী ওজনের বোয়াল মাছ পাওয়া যায়না। ১৫ কেজি ওজনের মাছটি কেনার জন্য পাইকারদের মধ্যে দরের প্রতিযোগীতা হয়।

পোর্ট রোডে মাছটি নিয়ে আসা পাইকার মো. শাখাওয়াত হোসেন জানান, কয়েকজন জেলে বুধবার সকালে মাছটি বিক্রির জন্য তেতুলিয়া নদীর তীরে চন্দ্রমোহনে মাছের পাইকারী বাজারে নিয়ে আসেন। সেখানে প্রকাশ্যে ডাকে তিনি ১৭ হাজার টাকায় মাছটি কিনেন। জেলেরা তাকে জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তেতুলিয়া নদীতে জালে মাছটি ধরা পড়েছে।

বরিশাল মৎস্য অধিদফতরের মৎস সম্প্রসারন কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের প্রজনন বৃদ্ধিতে মাছ আহোরনে বিভিন্ন মেয়াদকালীন নিষেধাজ্ঞা পালন করায় মেঘনা, তেতুলিয়া, কালাবদর ও কীর্তনখোলা নদীতে ‘ক্যাটফিস’ প্রজাতির মাছ বৃদ্ধি পেয়েছে। মিঠা পানির নদীর মাছ খুবই সুস্বাদু হয়। তিনি নিজে বোয়াল মাছটির ওজন মেপে দেখেছেন সেটির ১৫ কেজির ছিল। বেশ কয়েকজন আড়তদার তাকে জানিয়েছেন, গত কয়েক বছরে এতবড় আকৃতির বোয়াল মাছ পোর্ট রোড মোকামে বিক্রি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *