প্রবাসে ঈদ, মন পড়ে থাকে দেশে

Spread the love

সৈয়দ জুয়েল, গলওয়ে থেকে ॥ ঈদ আসলেই প্রবাসে যারা থাকেন, তাদের দেশের মাটির কথা, মানুষের কথা বেশি মনে পরে। প্রিয়জনদের মুখগুলি না দেখার আঁকুতি তাড়িয়ে বেড়ায় প্রতিক্ষন। জীবন যুদ্ধে প্রবাসীরা বড় অসহায়। শীতের ঝরাপাতার মত মলিন হয়ে উকি দেয় প্রিয় মুখগুলি! যে দূর্বাঘাসে মারিয়েছি এতটা পথ, সে পথের বাঁকে নিজেকে হারিয়ে যাওয়ার সুর বাজে নীরবে।
ঝি ঝি পোকার অশান্ত আওয়াজ আর এখানে বাজেনা, ক্লান্ত দুপুরে ঘু ঘু ডাকার শব্দে আর নীরাবতা ভাঙ্গেনা। দেখা হয়না অলস মায়াময় দুপুর। গোঁধুলী লগ্নে দেখা হয়না নানা রংয়ের লুকোচরির খেলা। সুখগুলি এখানে খেলা করে কৃতিমত্তার চাঁদর গায়ে।
দেশের ঈদের ঘ্রান, সুর এখানে হ্রদয়ে রক্তক্ষরন হয় প্রতিনিয়ত। এত রক্তক্ষরনের পরও আমরা এক টুকরো বাংলাদেশ খোঁজার জন্য বন্ধুদের পরিবারসহ এক জায়গায় মিলিত হই। সব যখন চলে যায়, তারপর আবার বিষাদে কোন এক নাড়ির টানে। অদ্ভুত এ নাড়ির টান, বড়ই অদ্ভুত……!

১ Comment

  1. Oshadharon lekha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *