জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে- মেয়র খোকন সেরনিয়াবাত

Spread the love

নাগরিকরিপোর্টঃ

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের নব নিবা‌চিত ‌মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ ওর‌ফে খোকন সের‌নিয়াবাত ব‌লে‌ছেন, দেশের মানুষের অভিভাবক শেখ হাসিনা। মেয়র হিসেবে শেখ হা‌সিনার প‌ক্ষে কেবলমাত্র নগরবাসীর সেবা করতে এসেছি। বরিশাল নানা সমস্যায় জর্জরিত। মন্ত্রনালয়সহ অনেক এনজিও জানে বরিশালের দূরবস্থার কথা। এটা আমার কাছে লজ্জার। আমি অনেক প্রশ্নের সম্মুখিন হয়েছি। আগামী ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহনের পর নতুন বরিশাল গড়ার কাজে ঝাপিয়ে পড়ব।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এসব মোকাবেলা করেই আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনার জন্মদিনের শ্রেষ্ট উপহার হবে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুস্ঠা‌নে মেয়র খোকন এসব কথা ব‌লেন।

বৃহস্প‌তিবার বি‌কে‌লে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারী নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেন। নগরের দক্ষিণ সদর রোড আবুল খায়েরের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

বৃহস্প‌তিবার বি‌কে‌লে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারী নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেন। নগরের দক্ষিণ সদর রোড আবুল খায়েরের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে ও অ্যাডভোকেটঃ লস্কর নুরুল হকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রেজাউল হক হারুন, অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *