নাগরিক রিপোর্ট:
বিএনিপর চলমান আন্দোলনে জাতীয়তবাদী চেতনায় বিশ্বাসী পেশাজীবীরা পাশে থাকবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকরা সব ধরনের সহায়তা দিবেন। ঐক্যবদ্ধ থেকে এ সরকারের পদত্যাগ ঘটানো হবে।
গতকাল শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালে বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ডা: এ এস হায়দার পারভেজ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম।
উপস্থিত ছিলেন ড্যাব এর কেন্দ্রীয় সভাপতি ডা: হারুন অর রশিদ, ডা: শাহ আমানুল্লাহ, ডা: পারভেজ রেজা কাকন, এ্যাড. হেলাল উদ্দিন, মো: আমিরুল ইসলাম বাছেদ প্রমূখ। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।