নাগরিক রিপোর্টঃ
মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পার্ঘ অর্পন করেছেন।
এসময় তিনি বলেন, সাম্প্রদায়িকতা মুক্ত ও প্রগতিশীল আগামি প্রজন্ম গঠনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন তা বাস্তবায়নের জন্য সারাজীবন কাজ করবেন। তিনি উচ্চ শিক্ষার প্রসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সচেস্ট হওয়ার আহবান জানান।
এসম রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক বৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রবিউল ইসলাম ১৩ নভেম্বর দায়িত্ব গ্রহন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন।