”জলবায়ু পরিবর্তনে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে”

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরে পুকুর, দিঘি ভরাট করায় ভুগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। ওষুধ কারখানার তরল পদার্থ পানি দুষন ঘটাচ্ছে। মোটর যানের কালো ধোয়ায় বায়ু দুষন হচ্ছে। এয়ারকন্ডিশন মারাত্নকভাবে দুষন ঘটাচ্ছে। এসবের ফলে জলবায়ু পরিবর্তনে মানুষ কলেরা টাইফয়েড, শ্বাসকষ্ট, এ্যাজমা সহ না রোগে আক্রান্ত হচ্ছে।

গতকাল বুধবার বরিশালে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক এক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে নগরীর বিডিএস ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল এর সভাপতি মোতালেব হাওলাদার।

বেলা বরিশাল এর বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বায়েন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষ্টাল স্ট্যাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু জাফর মজুমদার ও বরিশাল উপ সিভিল সার্জন সব্যসাচী দাস। কর্মশালায় খাদ্যে ভেজাল, বিষাক্ত রাসায়নিকের ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *