দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন

Spread the love

নাগরিক রিপোর্ট : এবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠেছে বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে। তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে স্ত্রীর বাড়ি থাকার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে- এমনটা দাবী করেছেন নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এসব অভিযোগ জানিয়ে সাদিক আবদুল্øাহর মনোনয়ন বাতিল চেয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আপীল বিভাগে আবেদন জানানো হয়েছে। আপীল আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন জাহিদ ফারুকের মনোনয়ন সমর্থনকারী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে.বি.এস আহমেদ কবীর ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির বড় ছেলে। মহানগরের রাজনীতি নিয়ন্ত্রন নিয়ে জেলার সহ সভাপতি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এবং সদ্য সাবেক মেয়র সাদিক আবদুল্লহর নেতৃত্বে কয়েকবছর যাবত পৃথক দুটি বলয় সক্রিয়। জাহিদ ফারুক ফের বরিশাল- ৫ আসনে নৌকার মনোনয়ন পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাদিক আবদুল্লাহ। সাদিকের চাচা সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ প্রকাশ্যে জাহিদ ফারুককে সমর্থন দিয়েছেন।

প্রতিমন্ত্রীর সমর্থক মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি আফজালুর করীম জানান, হলফনামায় স্ত্রীর আমেরিকায় বাড়ি থাকার তথ্য গোপন করার অভিযোগে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে যাছাই-বাছাইকালে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। কিন্ত এফিডেবিট আকারে না হওয়ায় রিটানিং কর্মকর্তা আবেদন নাকচ করে সাদিকের প্রার্থীতা বহাল রেখেছেন। এরইমধ্যে তারা সাদিকের আমেরিকায় নাগরিত্ব থাকার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। সাদিকের মনোনয়ন বাতিল চেয়ে অভিযোগের উপযুক্ত প্রমানসহ ইসির আপীল বিভাগে বুধবার পূনরায় আবেদন করা হয়েছে।
প্রতিমন্ত্রী’র ঘনিষ্ঠ সুত্রের দেওয়া তথ্যমতে, আমেরিকার নিউইয়র্কে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ভোটার সিরিয়াল নাম্বার: ৪১০৯০৪০০৭। ঠিকানা: ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেইজ। নিউ: ১১৪২৭।

তার স্ত্রী লিপি আব্দুল্লাহর নিউইয়র্কে ভোটার সিরিয়াল নাম্বার: ৪১০৯১৪০৮৮। ঠিকানা: ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেইজ। নিউ: ১১৪২৭। স্ত্রী’র নামে নিউইয়র্কে বাড়ির ঠিকানা হচ্ছে- ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেইজ। নিউ: ১১৪২৭, ব্লক ১০৬৫৮।

সাদিকের আইনজীবী ও মহানগর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব বলেন, বাছাইকালে জাহিদ ফারুকের আইনজীবী আমেরিকার বাড়ি নিয়ে আপত্তি জানালেও ওই বাড়ি কার নামে তা তারা বলতে পারেননি। যে কারনে তাদের আবেদন নাকচ হয়। অ্যাডভোকেট রাজিব বলেন, সাদিক আব্দুল্লাহর দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই। স্ত্রী-সন্তানরা আমেরিকার নাগরিক কি না সেটি তার মনোনয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। প্রতিপক্ষ ইসিতে চ্যালেঞ্জ করলে তারাও আইনী লড়াই করবেন।

সাদিক অনুসারী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ইসিতে প্রতিপক্ষের আপীল আবেদন টিকবে না। সাদিক দ্বৈত নাগরিকের অভিযোগ অসত্য।

প্রসঙ্গত, অষ্ট্রেলিয়া নাগরিকত্ব ও একাধিক বাংলাদেশী পার্সপোট থাকার অভিযোগে যাছাই-বাছাইয়ে রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছেন। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পঙ্কজ নাথ শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ করেিেছলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *