খাল ঘিরে দৃস্টিনন্দন ওয়াকওয়ে, মেয়রের উদ্বোধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরের সাগরদী খালের দুই পাশে সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে দৃস্টিনন্দন ওয়াকওয়ে, সাইকেলিং নির্মান কাজ শুরু করেছে সিটি করপোরেশন (বিসিসি)। গতকাল বুধবার দুপুরে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এ কাজের উদ্বোধন করেন।

বিসিসি সুত্রে জানা গেছে, এ উন্নয়নকাজে ১২৪০ মিটার ওয়াক ও সাইকেলিং ওয়ে, ৮৬টি বসার কনক্রিট বেঞ্চ, ১৫০টি স্টিল ডাস্টবিন, ৬৮টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪টি। পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে ৪ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টাকা।

এসময় মেয়র খোকন সেরনিয়াবাত জানান, বরিশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধারের কাজ চলছে। নগরবাসীর জলাবদ্ধতাও দুরীকরনে উদ্যোগ নেয়া হবে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতে আসতে পারবে।

এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, কাউন্সিলর এনামুল হক বাহার, সুলতান মাহমুদ, সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *