আয়ারল্যান্ডে ঋতুরানী শরতের আবির্ভাব

Spread the love

সৈয়দ জুয়েল, গলওয়ে থেকে ॥ বর্ষার বিষন্নতা কাটিয়ে শরতের শুভ্র আকাশের হাতছানিতে প্রকৃতিতে নেমে আসে প্রশান্তির ঝরনাধারা। ঋতুরানী শরৎ। রানীর বেসেই তার আবির্ভাব। কামিনি, শেফালী, টগর, মালতীরা এ সময়েই ফুটে শরতকে আলিঙ্গন করে, সুবাসিত করে তার ভরা যৌবনের।
ভৌগলিক কারনে আয়ারল্যান্ডে শরতটা আসে একটু দেরিতে, এখানে কাশফুলে সবে কলি থেকে ফুল ফোটে পরিপূর্নতার পথে। অধিকাংশ সময়ই আমাদের মেঘলা আকাশের সাথে বসবাস। কিন্তু শরৎ এলে একটু শুভ্র আকাশের দেখা পাই। কাশফুল কাদাচিত দেখা মেলে, হাত বুলোয়ে শরতকে বরন করি।
ভূলে থাকার চেস্টা করি বর্ষার অবিরাম কান্নার কথা। বিষন্ন, মলিন, ধূসর দিনগুলির পরে শুভ্র ভেলায় চড়ে প্রকৃতির এ রুপের সাথ পরিচয়টা আসলে করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার গল্প, কবিতায় শরত এসেছে নানা রংয়ে, নানান রুপে। আরেক জন মুস্তফা মনোয়ার। এ দুজনই মূলত শরতের রুপের কারিগর।
শরতের আকাশের মত শুভ্র আর স্বচ্ছ হোক আমাদের জীবন চলার প্রতিটি পথ। শরতের শুভেচ্ছা ডেইল নাগরিক’র অগনিত পাঠক, আর শুভানুধ্যায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *