নগরীর ৬০১ প্রবীনকে বয়স্ক ভাতার বই প্রদান

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের ৬০১ জন প্রবীনকে নতুন ভাতা বই প্রদান করেছে সিটি করপোরেশন। শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নগরীর ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বয়স্ক ভাতা প্রাপ্ত সুবিধাভোগীদের মাঝে এই ভাতা বই বিতরন করা হয়। সোমবার দুপুরে নগর ভবনের সম্মুখে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *