শেবাচিম হাসপাতাল: ডেঙ্গু আক্রান্ত তরুনীর মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া (১৮) নামে এক আক্রান্ত ডেঙ্গু তরুনী রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সুমাইয়া পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ফজলুর হকের কন্যা। এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।
হাসপাতালের তথ্যমতে, গত ১৬ আগস্ট রাতে সুমাইয়াকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম ভর্তি করা হয়। রবিবার মধ্য রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে প্রেরন করা হয়।
হাসপাতালের পরিচালক ডা. বাকীর হোসেন জানান, সুমাইয়াকে ১৬ আগস্ট রাতে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটে ব্যাথা, ডায়রিয়া, জ্বর এবং লাঞ্চে সমস্যা ছিলো। চিকিৎসকরা তাকে সুস্থ্য করার সর্বাত্মক চেস্টা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *