বরিশালে ডাকাতির ঘটনায় ৮জন গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল বন্দর থানার আওতাধীন সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় একটি দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬জন ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ১০ জুলাই দিবাগত রাতে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি এলাকার জনৈক সৈয়দ মোস্তফা কামালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। দুর্বৃত্তরা ওই বাড়ির সকলকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বন্দর) শাহেদ আহমেদ চৌধুর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালের মৃত বেলায়েত হোসেনের ছেলে ছালাম হাওলাদার (৩৫), একই উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. মনির হাওলাদার (৩০), বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি এলাকার মো. মান্নান শেখের ছেলে মো. রফিকুল ইসলাম বাবুল শেখ (৪০), উজিরপুর উপজেলার উত্তর লস্করপুর এলাকার মৃত কাশেম বেপারীর ছেলে মো. মাছুম বেপারী (৩৫), ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্য্যপাশা এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে মো. খলিল হাওলাদার (৩৫) এবং মাসুম বেপারীকে (৩৫) পুলিশ গ্রেফতার করে।
পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত স্বর্নালংকার কেনার অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়ার ফরাজি মার্কেটের ব্যবসায়ী আশীষ কর্মকার (৩০) এবং একই উপজেলা সদরের কর্মকার পট্টির হৃদয় জুয়েলার্সের অশোক কর্মকারকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তারা ডাকাত সদস্যদের লুন্ঠিত চোরাই স্বর্ণ দীর্ঘদিন ধরে ক্রয় করে আসছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *