শেবাচিম হাসপাতালে রোগতত্ব বিভাগের টিম

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতোমধ্যে এ হাসপাতালে ৬জন মারা গেছেন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষনে শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ১৯ সদস্যের একটি টিম এসেছে। মঙ্গলবার তারা শেবাচিম হাসপাতালে এসে রোগীদের খোঁজ-খবর নেন এবং রক্তের নমুনাসহ বিভিন্ন তথ্যও সংগ্রহ করেন।
আইইডিসিআর এর গবেষক ও রোগতত্ত্ববিদ ডা. মো. ওমর কাইয়ুম বলেন, বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে এডিস মশার উৎপত্তি ও ঘনত্ব, মশার প্রাদুর্ভাবের কারণ এবং ডেঙ্গু সংক্রমণের হার এর তথ্য সংগ্রহ করছে তারা। শেবাচিম হাসপাতালের পরিচালক ড. বাকির হোসেন বলেন, ভর্তি যেমন হচ্ছে তেমনি হয়ে বাড়িও ফিরছেন অনেকেই। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫১০ জন। যারা ভর্তি আছেন তাদের সম্পর্কে খেজখবর নিচ্ছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *