দায়িত্বহীনদের ছাড় দিবেনা শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ শেবাচিম হাসপাতালে আধুনিকতার ছোয়া লাগাতে সবধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে এখানকার চিকিৎসকসহ স্টাফদের দায়িত্বহীনদের কোন ছাড় দেয়া হবে না। শুক্রবার বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এমন হুশিয়ারী দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সভার সদস্য সচিব ও হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, অর্থ মন্ত্রনালয়ের ছাড়পত্র পেলে অচিরেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদিত ১৫১ পরিছন্ন কর্মি ও নিরাপত্তা প্রহরী পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়া হাসপাতালের নিরপত্তার জন্য আপাতত ৪০ আনসার সদস্যকে রাখার সিদ্ধান্ত হয়। হাসপাতালের সামনের থাকা বেসরকারি এ্যাম্বুলেন্স’র লাইসেন্স যাচাই-বাাছাই করার নির্দেশ প্রদান করাও হয়েছে সভায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ইসরাত জাহান রত্মা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *