সুন্দরবনে মাছ ধরা শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ সুন্দরবনের নদী-খালে দুই মাস মাছ ধরা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। বিষ দিয়ে মাছ ধরা বন্ধসহ বনে অপরাধ কমানোর জন্যই ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ করে বনবিভাগ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলের হাজার হাজার জেলে জাল-নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যেতে শুরু করেছে। জেলে পরিবারগুলোর মধ্যে ফিরেছে কর্মব্যস্ততা।
দীর্ঘ দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের উপর নির্ভরশীল মোংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার দরিদ্র জেলে পরিবার অনেকটা অভাব অনটনেই দিন কাটিয়েছে। অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে শহরে পাড়ি জমান। দুই মাস দূরে কাজ করেছেন তারা। নিষেধাজ্ঞা শেষের খবর পেয়ে তারা আবারও নিজ গ্রামে ছুটে এসেছেন। এখন পুরানো নৌকা ও জাল মেরামত করে বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে যেতে শুরু করেছেন সুন্দরবনে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট দুই মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। এ সময় মাছ ধরা হলে ডিমওয়ালা ‘মা’ মাছ মারা পড়ে। অসাধু এক শ্রেণির জেলেরা একসঙ্গে বেশি এবং বড় মাছের আশায় বনের ছোট-বড় খালে বিষ দিয়ে মাছ ধরেন। এতে মৎস্য সম্পদসহ অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর বিরূপ প্রভাব পড়ে সুন্দরবনের গোটা জীববৈচিত্র্যে। তাই মাছের প্রজনন ও বিষ দিয়ে মাছ ধরা রোধে বন বিভাগ দুই মাসের নিষেধাজ্ঞা জারি করে।
সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনিরঘোল এলাকার মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বনবিভাগ নিষেধাজ্ঞা জারির আগে জেলে নৌকা প্রতি আমাদের এক লাখ থেকে সোয়া লাখ টাকা পর্যন্ত দাদন দেওয়া ছিল। মাছ ধরা বন্ধ থাকায় দাদন দেওয়া টাকা জেলেরা বসে বসে খেয়ে শেষ করেছে। এখন নতুন করে আবার দাদন দিয়ে তাদের সুন্দরবনে পাঠাতে হবে। এতে আমাদের এ মৌসুমে খরচ উঠবে কি না তাই নিয়ে সন্দেহ রয়েছে। তারপরও এটাই পেশা, লাভ-লোকসান যাই হোক, এছাড়া অন্য কিছু করারও নেই।
মোংলা বাজারের মৎস্য আড়ৎদার দ্বীন ইসলাম বলেন, উপজেলার শত শত জেলে আগে থেকেই মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে বসে আছে। এখন দীর্ঘদিন বসে থাকার পর যা জেলেদের আয় হবে তা দিয়ে দাদন পরিশোধ করবে নাকি সংসার চালাবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, বন অপরাধ দমন বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে দুই মাস সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। যেহেতু নিষেধাজ্ঞা শেষ হয়েছে তাই ১ সেপ্টেম্বর থেকে জেলেরা পাস নিয়ে বনে ঢুকতে শুরু করেছে। রোববার শুধু চাঁদপাই স্টেশন থেকেই পাস নিয়ে প্রায় দেড়শ জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *