পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ পিতাকে হত্যার দায়ে পুত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশালের আদালতে এ রায়গুলো দেয়া হয়। পিতা হত্যার দায়ে দন্ডিত পুত্র হচ্ছে বাবুগঞ্জ উপজেলার চরফতেপুর গ্রামের ফারুক হোসেন। ২০১৮ সালের ২৪ মে রাতে সে পিতা মোসলেম ফকিরকে রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এম.এ হামিদ রায় ঘোষনার পর দন্ডিত ফারুক হোসেনকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম জানান, ঘটনার রাতে পিতা-পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুক হোসেন তার পিতা মোসলেম ফকিরের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত মোসলেম ফকিরকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোসলেম ফকিরের অপর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরদিন ২৫ মে হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *