বিএসএফ গুলি করে লাশ নিলো বাংলাদেশীর

Spread the love

ডেইলি নাগরিক ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আজ এক বাংলাদেশিকে গুলি করে মেরে লাশ নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নিহত নাজিম উদ্দীন (৩৫) উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী নাজিম বৃহস্পতিবার ভোরে রাজাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন।
৫৮ বিজিবির ফাঁড়ির কমান্ডার সুবেদার রেজাউল করিম বলেন, রাত ৩টার দিকে বেশ কয়েকজন মিলে রাজাপুর সীমান্তের ৭৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন। এসময় মুর্শিদাবাদের আমতলা ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য তাদের ওপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম তৎক্ষণাৎ গুলিতে নিহত হন। পরে বিএসএফ সদস্যরা লাশ টেনে ভারতে নিয়ে যায়।

বিজিবি ব্যাটালিয়ন-৬ এর পরিচালক কামরুল হাসান জানান, বিষয়টি সুরহার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে সেদিক থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *