চাকরির প্রলোভন: ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে সেনাবাহিনীতে চাকরি প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. মবিনুর রহমান (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার দাবী করে আসছিল।
র‌্যাব-৮ এর শুক্রবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিনগত রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে ভুয়া ওয়ারেন্ট অফিসার মো. মবিনুর রহমানকে আটক করা হয়।
আটক মবিনুর দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে হতে অর্থ হাতিয়ে নিয়েছে। সে নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিত। ওই পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক পদে চাকুরী দেওয়ার নামে ৮/১০ জনের নিকট থেকে অর্থ গ্রহন করেছে মবিন।
সেনাবাহিনীতে নিয়োগ হয়েছে এমন ভুয়া তথ্য দিয়ে মবিন সম্প্রতি চাকরি প্রার্থী সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানকে যশোরের ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে মেডিকেল পরীক্ষা করায়। এসময় তাদের কাছে টাকা দাবি করলে অভিভাবকদের সন্দেহ হয়। অভিভাবকরা বিষয়টি র‌্যাবকে অবহিত করলে অভিযান চালিয়ে প্রতারক মবিনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *