জিএম কাদেরের নেতৃত্বে বরিশাল জাপা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে বরিশালে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে গত ২দিন ধরে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন আঙ্গিকে প্রতিক্রিয়া জানিয়েছে দলটির অঙ্গ সংগঠনের নেতারাও। তবে বরিশাল জাতীয় পার্টির বিবাদমান দুটি গ্রুপই দাবী করেছেন, জিএম কাদেরের নেতৃত্বে তারা কর্মকান্ড পরিচালনা করছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টির বরিশালের এক নেতা মন্তব্য করেন, ‘দেবর-ভাবী আপনারা এমপি-মন্ত্রী হবেন আর পদ নিয়ে গ্রুপিং করবেন। আমরা তৃনমুল নেতারা হব বলির পাঠা’। অপর এক নেতা বলেন, ‘তারা জিএম কাদের সাথেই আছেন।’ দলের সিনিয়র এক নেতা মন্তব্য করেন, ‘ওনারা আমাদের সম্মানিত নেতা।’ এমন অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এমনকি জাপার বরিশাল দলীয় কার্যালয়েও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান এক খবর বিজ্ঞপ্তিতে জানান, রওশন এরশাদকে অবৈধ ভাবে চেয়ারম্যান ঘোষণা করায় বরিশাল মহানগর ছাত্র সমাজ নিন্দা জ্ঞাপন করছে। তিনি বলেন, এরশাদ জীবদ্দশায় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেছেন। ছাত্র সমাজ বরিশাল মহানগর ঐক্যবদ্ধ ভাবে বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে আছি এবং থাকবো।
জানা গেছে, বরিশাল জাপার বিবাদমান দুটি গ্রুপ হচ্ছে মহানগর জাপার সভাপতি মুর্তজা আবেদীন ও জেলা জাপার আহবায়ক মহসিন উল ইসলাম হাবুল। এই দুই পক্ষ দীর্ঘদিন ধরে পৃথকভাবে কর্মসুচী পালন করে আসছে। সর্বশেষ এরশাদের চেহলামও নগরীতে পৃথকভাবে পালিত হয়েছে।
জানতে চাইলে মর্তুজা অনুসারী জাতীয় পার্টির বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তাদের পরিস্থিতি দেখা ছাড়া কোন উপায় নাই। তবে মহানগর জাপা জিএম কাদের এর সাথেই থাকবেন। তিনি বলেন, চেয়ারম্যান পদ নিয়ে কেন্দ্রের দ্বন্দে বরিশালের নেতাকর্মীর চিন্তিত। তারা চান সমাধান ও ঐক্যবদ্ধ জাপা। বর্তমান পরিস্থিতি অপ্রত্যাশীত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে বরিশাল জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ইকবাল হোসাইন তাপস বলেন, তারা জিএম কাদেরর সাথেই আছেন। তিনিই জাপার বৈধ চেয়ারম্যান। তার নেততৃত্বে বরিশাল জাপা শক্ত অবস্থানে আছে।
এব্যপারে বরিশার জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, জিএম কাদেরের কাছে জাপার দায়িত্ব দিয়ে গেছেন এরশাদ। আমরা তার নেতৃত্বেই আছি। জিএম কাদেরর নেতৃত্ব যারা স্বীকার করতে চায় না তারা জাপার কেউ না। তিনি দাবী করেন, সরকারের একটি মহল জাপাকে নিয়ে চক্রান্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *