মেহেন্দিগঞ্জে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী ৩জন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে আওয়ামীলীগের দল মনোনীত ১জনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আরও ৩জন। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন।
প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহমেদ, বিএনপি’র মনোনীত ওয়াহিদ হারুন, জাতীয় পার্টি মনোনীত মো. হানিফ হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মাহফুজুল আলম লিটন ও মশিউর রহমান পলাশ। আগামী ১৪ অক্টোবর মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, প্রার্থীদের মনোনয়ন বাছাই আগামী ১৫ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *