বরিশালে বিরল শিশুর জন্ম: ভবিষ্যৎ নিয়ে শংকা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর একটি বেসরকারী ক্লিনিকে বিরল এক শিশু জন্ম নিয়েছে। শিশুটির গোটা দেহে সাদা একটি আবরন রয়েছে। চোখ দুটো ত্বকের ভেতরে আটকানো। বৃহস্পতিবার বিকেলে জন্ম নেয়া শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী গ্রামের হাবিবুর রহমান ও মর্জিনা দম্পতির। চিকিৎসকরা শিশুটির ভবিষ্যৎ নিয়ে শংকা প্রকাশ করেছেন।
শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন বলেন, এ ঘটনা বিরল। কয়েক লাখের মধ্যে একজন শিশুর এমন রোগ হতে পারে। যা মায়ের গর্ভ থেকেই হয়ে আসে। এখন পর্যন্ত এর সঠিক চিকিৎসা এদেশে নেই।
স্বজনদের তথ্যমতে, বৃহস্পতিবার মা মর্জিনা বেগমের যথাসময়ে সন্তান প্রসব হয়। শিশুটি ভূমিষ্ট হওয়ার পর পর দেখা যায় অন্য সকল স্বাভাবিক শিশুদের মতো দেখতে নয়। হাত-পা, মুখ, নাক সব কিছু থাকলেও চোখ দুটো ত্বকের ভেতরে আটকা। গোটা দেহে সাদা একটি আবরন ও মাঝে মাঝে লালচে দাগ।
হাসপাতালের সেবিকারা জানান, ২ কেজি ওজন নিয়ে ১ দিন বয়সী শিশুটি ভর্তি হয়েছে। ভর্তির পরপরই চিকিৎসকরা শিশুটির চিকিৎসা শুরু করেছেন।নাবজাতক ইউনিটের চিকিৎসকদের মতে শিশুটি হার্লেকুইন বাচ্চা। তবে তার ভবিষ্যৎ নিয়ে শংকিত হাসপাতালের চিকিৎসকরা।
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন বলেন, শিশুটি বিরল জিনগত সমস্যায় আক্রান্ত। শিশুটির শরীরে যা হয়েছে তাকে ইকথিয়োসিস বলা হয়ে থাকে। শরীরের চামড়া তৈরি না হওয়ায় এমন দেখাচ্ছে। তবে মিশুটির ভবিষ্যৎ নিয়ে শংকিত ডা: জাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *