নগরীতে পুকুরের পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়ক সংলগ্ন বৃহৎ পুকুরের পানি নস্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুকুরে ভেসে উঠছে অসংখ্য মরা মাছ। এর ফলে এলাকাবাসী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, ভিআইপ এলাকায় অবস্থিত পুকুরটি গনপূর্ত অধিদপ্তরের অধীনে।
রাজা বাহাদুর সড়ক সংলগ্ন পুকুর ঘেষে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। শুক্রবার ওই রেস্টুরেন্টে আসা একাধিক গ্রাহক জানান, দুর্গন্ধে বসা যায় না। মাছ পচে ভেসে উঠছে। মেহেদী হাসান নামে এক যুবক জানান, এরকম একটি পুকুরের পানি এভাবে নস্ট হয়ে যাওয়া শংকার বিষয়। এর আসপাশে সরকারী বাংলো। গুরুত্বপূর্ন এ স্থানের পুকরের পানি নস্ট হয়ে যাওয়ায় দুর্গন্ধে পথচারীরা হাটতে পাড়ছে না। পুকরেরর বিপরীতে মসজিদের মুসল্লীরা জানান, পুকুরের পানি নস্ট হয়ে সবুজ রঙ এর আকার ধারন করছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, পুকুরটি গনপূর্ত অধিদপ্তরের। নগরীর ভিআইপ এলাকার এ পুকুরটিতে মাছ চাষ করলেও পরিচর্যার বালাই নেই। পানি নস্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি বলেন, এর দায়িত্ব কে নিবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *