“দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস”

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, ৯০’র স্বৈরাচার পতনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, বুর্জোয়া দেউলিয়াপনার কারনে সে সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। তখনকার ছাত্র সমাজের ১০ দফা আজও বাস্তবায়িত হয়নি। অন্যান্য পেশার মানুষের ন্যায়সঙ্গত দাবীও উপেক্ষিত। জনগণের ওপর নতুন নতুন কালো আইন চেপেছে। ছাত্র আন্দোলন জাতীয় রাজনৈতিক সংগ্রাম, শ্রমজীবী-মেহনতি মানুষের মুক্তি তথা সমগ্র জাতির প্রকৃত মুক্তি সংগ্রামের মিলিত হওয়ার স্থির লক্ষ্য রেখে আদর্শগত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বুধবার নগরীর অশ্বিনী কুমার হলে ছাত্র ইউনিয়নের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহিন হোসেন প্রিন্স। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাজির হোসেন জয় প্রমুখ। সভাপতিত্ব করেন বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *