নিউইয়র্কে ট্রাফিক ইনফোর্সমেন্টে প্রবাসীদের সাফল্য

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৬ সপ্তাহের একাডেমিক ট্রেনিং শেষে গত ১৯শে সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির ওয়ান পুলিশ প্লাজায় ১৬৫ জন ট্রাফিক এজেন্ট কর্মকর্তাদের বর্নাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬৫ জনের মধ্যে ৭০ জনই ছিল প্রবাসী বাংলাদেশী। তারমধ্যে ৬ জন নারীও ছিল।

প্রতিবছরই নিউইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের অধীনে ট্রাফিক এজেন্ট হিসেবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই পেশায় যোগদান করছেন। ধীরে ধীরে নিউইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন পদে যোগদান করে বিদেশের মাটিতে যেমন বাংলাদেশের মুখ উজ্জল করছেন তেমনি পুলিশ ডিপার্টমেন্টে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরী করছেন। ওয়ান পুলিশ প্লাজায় এই সমাপনী অনুষ্ঠানে পুলিশ ডিপার্টমেন্টে উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সদ্য যোগদানকারী কর্মকর্তাদের অনেকেরই পরিবার এবং প্রিয়জন উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে যোগদানকারী সকল কর্মকর্তাবৃন্দ সততার সহিত তাদের দায়িত্ব পালনে অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *