দূর্ণীতির অভিযোগে কারান্তরীন প্রবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরখাস্ত

Spread the love

দূর্ণীতির দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্¦াবধায়ক প্রকৌশলী মো. ইউনুস শরীফকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পবিপ্রবির রেজিষ্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বরখাস্তের চিঠি দেয়া হয়েছে।
রেজিষ্ট্রার ড. স্বদেশ সামন্ত জানান, দূর্ণীতি দমন কমিশনের (দূদক) হাতে গ্রেফতার হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুস শরীফ কারাগারে আছেন। পবিপ্রবি’র কর্মচারী আচরন ও শৃঙ্খলা বিধির ৯ (৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ইউনুস শরীফকে তার কার্যালয় থেকে দূদক গ্রেফতার করেছে। পরে তাকে অর্থ আত্মসাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬টি উন্নয়ন প্রকল্পের দরপত্র জালিয়াতি, প্রতারনা ও ক্ষমতার অপব্যহার করে ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাতের অভিযোগে পবিপ্রবির তত্ত্ববধায়ক প্রকৌশলী ইউনুস শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের ২১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে এ পরিমান টাকা আত্মাসাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *