ঝালকাঠীতে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদন্ড ৩ জনের যাবজ্জীবন

Spread the love

ঝালকাঠীতে গৃহবধু আনোয়ারা বেগম হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও তিনজনে যাবজ্জীবন সশ্রমক কারাদন্ড দেয়া হয়েছে। একই মামলার অপর তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়।
ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান সোমবার এ রায় দিয়েছেন। হত্যাকান্ডের ১৭ বছর পর এ রায় দেয়া হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজন হচ্ছে- সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের খায়রুল আলম ওরফে শেখ হাসান ওরফে মহুরী হাসান এবং একই গ্রামের পিল্টন ওরফে পিন্টু।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিনজন হচ্ছে- শেখেরহাট ইউনিয়নের দুই সহোদর রিপন মিয়া ও সালাম মিয়া এবং শাহাদত হোসেন।
আদালত সুত্রে জানা গেছে, শেখেরহাট ইউনিয়নের রাজাপাশা গ্রামে আনোয়ারা বেগমের ছেলে লিটন সিকদারকে হত্যা করতে তার বাড়িতে ২০০২ সালের ১৭ মেে রাতে ডাকাত বেশে দন্ডিতরা হানা দেয়। এসময় আনোয়ারা বেগম দৃর্বৃত্তদের চিনে ফেলেন। পরে দৃর্বৃত্তরা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে।
পরে ঘটনা ভিন্নখাতে নিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত শেখ হাসান একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডি পুলিশের তদন্তে আসল ঘটনা উঠে আসে। ২০০৩ সালের ১০ অক্টোবর শেখ হাসানসহ ৭ জনের বিরুদ্ধে সিআইডি চার্জসীট দেয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *