এক তরকারীতে এক পিয়াজ!

Spread the love

সৈয়দ জুয়েল ॥ একটি সন্তান থাকলে দ্বিতীয়টি আর নয়, জনসংখ্যা নিয়ন্ত্রন রোধে এটাই ছিল স্লোগান। পিঁয়াজের উর্ধ্বগতিতে-এক তরকারীতে এক পিঁয়াজের বেশী নয় স্লোগানই যথার্থ। আবার কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে তার কবিতা, একটু উল্টিয়ে লিখতেন- যদি জোটে একটি পয়সা চাউল কিন বাঁচার লাগি, যদি জোটে দুটি পয়সা পিঁয়াজ কিনে নিও হে অনুরাগী।
ভারত পিঁয়াজ রপ্তানী বন্ধের একদিনের ব্যাবধানে ৭০ টাকার পিয়াজ হঠাৎ করে লাফিয়ে বাংলাদেশে ১১০ টাকায়! পিঁয়াজের ঝাঝ বেড়ে যাওয়ায় ক্রয় ক্ষমতার বাহিরে এ উর্ধ্বগতিতে জনমনে বিরু প্রভাব পড়ছে। পিঁয়াজ কিনতে সবচেয়ে বেশি হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবি মানুষদের। প্রয়োজনের তুলনায় কম কিনে বাড়ীতে ফিরতে হচ্ছে।
পিয়াজের এ অসম মুল্যবৃদ্ধিতে অসাধু কোন কোন মজুদদার জড়িত আছে বলে সাধারন মানুষের ধারনা। শুধু ভারত রপ্তানী বন্ধে পিয়াজের দাম এত বাড়ার কথা নয়। ভারত পিয়াজ রপ্তানী বন্ধের ঘোষনায় এক শ্রেনীর অসাধু চক্র কৃত্রিম সংকট সৃস্টি করছেন কি-না তা খতিয়ে দেখা দরকার বলে সাধারন মানুষ মনে করেন। বানিজ্য মন্ত্রলায়ের মনিটরিং ব্যাবস্থা আরো জোরদার সহ খোলা বাজারে পিঁয়াজ বিক্রির দাবীও সাধারন মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *