মা ইলিশ নিধন: কাউখালীতে ২ জেলের কারাদন্ড

Spread the love

রবিউল হাসান রবিন,কাউখালী ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ২ জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১১টায় রঘুনাথপরের কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে সুবিদপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ফয়সাল এবং একই গ্রামের মাহাবুবুব সরদারের ছেলে কাওসার সরদার(২২)মঙ্গলবার রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রফিকুল হক তাদের কারাদ- দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো.শাহাদাত ইসলাম ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *