কলেজছাত্রী হত্যায় দায়ের ছাত্রদল সভাপতি যাবজ্জীবন

Spread the love

বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর সেতু হত্যা মামলায় প্রধান আসামি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক ছোট্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- ছোট্টর স্ত্রী নাহিদ সুলতানা লাকি, আবদুল্লা আল মামুন কাজী ও আনিচুর রহমান রেজবি কাজী। তাদের সবার বাড়ি পাথরঘাটা পৌরসভায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জুন আসামিরা পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুন্নাহার সেতুকে (১৭) নির্যাতন করার পর বিষ খাইয়ে হত্যা করে। পরদিন ৩০ জুন সেতুর বড় ভাই নজরুল ইসলাম রিপন বাদি হয়ে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর এ হত্যা মামলার রায় দেওয়া হয়।

মামলার বাদি নজরুল ইসলাম রিপন বলেন, এ রায়ে সন্তুষ্ট নন তিনি। আদালতের কাছে আসামিদের মৃত্যদণ্ড কামনা করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *