বরিশালে পিএসসি পরীক্ষা বাতিলসহ ৭ দফা দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রাথমিক শিক্ষায় পিএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষার বানিজ্যিকরকন বন্ধসহ ৭ দফা দাবীতে বরিশাল নগরীতে শিক্ষা কনভেশন করেছে বাম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে কীর্তণখোলা মিলনায়তনে এ কনভেশন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বানিজ্যিকরন নিয়ে সাধারন মানুষ উদ্বিগ্ন। পিএসসি পরীক্ষা শিশুদের শৈশব ধ্বংস করে দিচ্ছে। এ শিক্ষার মাধ্যমে কোচিং ও গাইড বই ব্যবসা আরো প্রসারিত হচ্ছে। সরকার তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শিক্ষার মান আরও দূর্বল হবে। ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেশনে আলোচনায় অংশগ্রহন করেন শিক্ষাবিদ তপংকর চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী) বরিশাল আহ্বায়ক সাইদুর রহমান, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাশেদ শাহরিয়ার, বরিশাল জেলা সদস্য প্রিয়াংকা মিত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *