বরিশালে ঐতিহ্যবাহী দিপাবলী উৎসব

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রয়াত ব্যক্তিদের শান্তি কামনায় বরিশাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে উপ মহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব। শনিবার ২টা ৩২মিনিট থেকে শ্মশান দিপালীর তিথির সূচনা হয়। যা রোববার দুপুর ১২টা ১৪মিনিট পর্যন্ত থাকবে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় বিকেল থেকেই ভীর বাড়তে থাকে সনাতন ধর্মাবলম্বীদের। মৃত স্বজনদের প্রিয় খাবার নিয়ে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলন করে স্বজনের সমাধির সামনে অনেককে দেখা গেছে প্রার্থনা করতে। আবার অনেকে মৃত স্বজনের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পরেন।
বরিশাল মহাশ্মশানে প্রায় ৬০ হাজার সমাধি রয়েছে বলে জানিয়েছেন মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কুডু। তারা জানান, ২০২ বছরের এই উৎসবে দেশ বিদেশ থেকে প্রতিবছরের ন্যায় এই বছরেও প্রচুর মানুষ এখানে এসেছে মৃত স্বজনদের সমাধিতে। দিপালী উৎসব ঘিরে বরিশাল মহাশ্মশান জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *