মাস্টার্সে পাসের হার ৭৬.০৫

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ৩০ বিষয়ে ১৫৭টি কলেজ থেকে একলাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে এক লাখ ৫ হাজার ৪৫৫ জন। পাশের হার ৭৬.০৫ ভাগ।
ফলাফল মঙ্গলবার বিকেল ৫টার পর যে কোনো মোবাইল থেকে ঝগঝ এর মাধ্যমে ঘট<ংঢ়ধপব>গঋ<ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ ও িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *