ক্রীকেট বাঁজির টাকা নিয়ে খুন হয় রূহুল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বাংলাদেশ-ভারত টি-২০ ম্যাচ নিয়ে বাঁজির টাকা না পেয়ে রূহুল আমিনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু সুমন ওরফে লাইলী সুমন (২৪)। সে গ্রেফতার হওয়ার পর বুধবার আদালতে দেয়া জবানবন্দীতে একথা জানিয়েছে। মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান জবানবন্দী গ্রহনের পর সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নগরীর আমানতগঞ্জ এলাকায় গত সোমবার বিকাল ৪টায় প্রকাশ্যে রূহুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামী সুমনকে পরদিন মঙ্গলবার পটুয়াখালী থেকে পুলিশ গ্রেফতার করে।
বুধবার আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দীতে সুমন জানায়, গত রোববার বাংলাদেশ-ভারত টি-২০ ম্যাচ দেখার সময় ম্যাচের জয়-পরাজয় নিয়ে সে রূহুল আমিনের সঙ্গে ৮ হাজার টাকার বাঁজি ধরেছিল। বাঁজিতে সুমন জিতলে রূহুল টাকা না দিয়ে চলে আসে। পরদিন আমানতগঞ্জ কশাইবাড়ি পুল এলাকায় রুহুলের সঙ্গে তার দেখা হয়। এসময় বাঁজির ৮ হাজার টাকা নিয়ে রূহুলের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে রূহুল সুমনকে থাপ্পর দেয়। এতে উত্তেজিত হয়ে সুমন তার সঙ্গে থাকা চাকু দিয়ে রূহুলকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, নিহত রূহুল ও ঘাতক সুমন উভয়ে আমানতগঞ্জ কশাইবাড়ি পুল এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তারা একসঙ্গে চলাফেরা করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *