বাবরী মসজিদ নিয়ে রায়ের উল্লেখযোগ্য অংশ এক নজরে

Spread the love

নাগরিক ডেক্স : ভারতের সুপ্রিম কোর্টে শুরু বাবরি মসজিদ মামলার রায় আজ শনিবার ঘোষণা করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির।

ক্সবিকল্প জমি পাবে মুসলিমরা
ক্স ভিতরের এবং বাইরের জমি তুলে দেওয়া হবে ওই ট্রাস্টের হাতে

ক্স কেন্দ্রকে বোর্ড অব ট্রাস্ট গঠনের জন্য তিন মাস সময়

ক্স শর্তসাপেক্ষে মূল বিতর্কিত জমি পাবে হিন্দুরা

ক্স সুন্নি ওয়াকফ বোর্ড অধিকার দাবি করতে পারে না

ক্স আইনি ভিত্তিতেই জমির মালিকানা স্থির করা উচিত

ক্স বিশ্বাসের উপর দাঁড়িয়ে জমির মালিকানা ঠিক করা সম্ভব নয়

ক্স তবে কাঠামো থেকেই কোনও দাবি করা যায় না

ক্স হিন্দুরা বিশ্বাস করেন এখানেই রামের জন্মভূমি ছিল

ক্স কারও বিশ্বাস যেন অন্যের অধিকার না হরণ করে: রঞ্জন গগৈ

ক্স তবে ভারতের প্রতœতাত্ত্বিক জরিপ (এএসআই) এ কথা বলেনি, বাবরি মসজিদের নিচে মন্দিরই ছিল

ক্স এএসআইর খননের ফলে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, সেগুলি নন ইসলামিক

ক্স এলাহাবাদ হাইকোর্টের রায় যুক্তিযুক্ত ছিল

ক্স মসজিদের নিচে কাঠামো ছিল, ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ, বললেন প্রধান বিচারপতি

ক্স নির্মোহী আখড়ার দাবিও খারিজ করল সুপ্রিম কোর্ট

ক্স কবে মসজিদ তৈরি হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়, রায়ে বললেন প্রধান বিচারপতি

ক্স বাবরের সহযোগী মির বাকি মসজিদ তৈরি করেছিলেন, বললেন প্রধান বিচারপতি

ক্স সর্বসম্মতিক্রমে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের অনুরোধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *