বুলবুল’র ধকল: ভারি বর্ষনে পানিবন্দি বরিশাল, বিদ্যুৎহীন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ঘূর্নিঝড় বুলবুল এর ধকলে বরিশালে রাতভর ভারি বর্ষন হয়েছে। রোববার খুব ভোর দেখা গেছে, দমকা হাওয়া আর ভর্ষনে থমকে গেছে জীবনযাত্রা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পানিতে থৈই থৈই করছে। সকাল ৭টার মধ্যে জলবাদ্ধতায় বন্দি হয়ে পড়েছে নগরবাসী। অবশ্য তখন পর্যন্ত অঝরে বৃস্টি পড়ায় বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিতে দেখা যায়নি। অতিবর্ষনে জেলার বিভিন্ন উপজেলার বিস্তৃন এলাকাও পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে নগরীসহ জেলার বিভিন্ন এলাকার মানুষ। এদিকে বুলবুলের প্রভাবে এখন পর্যন্ত কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যায়নি। জেলার ২৩২টি সাইক্লোন শেল্টারে দুর্গতরা অবস্থান করছে।
সরেজমিনে রোববার ভোর ৬টায় নগরীর নবগ্রাম সড়ক, সদররোড, বগুড়া রোড, কালুশাহ সড়ক, নিউ সার্কুলার রোডে জলাবদ্ধতা দেখা গেছে। ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ায় এসব এলাকার লোকজন ঘর থেকে বাহির হয়নি। যেকারনে অলিগলির রাস্তাঘাটও জনমানব শুন্য হয়ে পড়েছে। নগরীর স্ব রোডের বাসিন্দা ব্যাংকার মাসুদ আহমেদ জানান, মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছে। আসপাশের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
এদিকে খোজ নিয়ে জানা গেছে, বরিশালের মেঘনা ঘেরা হিজলা, মেহেন্দগিঞ্জ ছাড়াও মুলাদী, বাবুগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জের অনেক এলাকা বুলবুল এর আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারি বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিজলার সংবাদকর্মী হুমায়ুন কবির জানান, বৃস্টিতে ফসলীজমি ডুবে গেছে। অনেক স্থানে গাছপালা পড়েছে। গোটা হিজলা ও পার্শবর্তী মুলাদী, মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ নেই রাত ৩টা থেকে। বাবুগঞ্জের বাসিন্দা মো: হৃদয় জানান, ওইসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে সাধারন মানুষ অবস্থান করছে। বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *