ফেরীঘাট থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বেকুটিয়া ফেরীঘাটে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল (৪০) নামে এক জলদস্যুকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক করেছে র‌্যাব-৮। সোমবার গভীর রাতে আটক শহীদুল বাগেরহাটের শরনখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত সৈয়জদ্দিন হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।
মঙ্গলবার র‌্যাব-৮ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্ততে জানানো হয়, দস্যুতা করার উদ্দেশ্যে শহীদুল অস্ত্র সহ পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলারে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে শহীদুলকে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ডাকাতীর উদ্দেশ্যে শরণখোলা থেকে এসেছে এবং তার হেফাজতে অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে একটি ট্রলার তল্লাশী করে বিদেশে তৈরী ১টি একনালা বন্দুক, দেশে তৈরী ২টি একনালা বন্দুক, ৯ রাউন্ড গুলি এবং ২টি রামদা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *