নগর স্বাস্থ্য কেন্দ্র: অবৈধ গর্ভপাত, নারী প্যারামেডিক আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের নগর স্বাস্থ্য কেন্দ্রে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে এক নারী প্যারামেডিককে আটক করেছে পুলিশ। ওয়ালিদা বেগম নামে ওই নারী প্যারামেডিককে বুধবার দুপুরে আটক করা হয়। তিনি নগরীর জুমিরখান সড়কের নগর স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। ঘটনাস্থলে যাওয়া কোতয়ালী মডেল থানার এসআই আব্দুল জলিল বলেন, স্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রারে এ বিষয়ে কোন তথ্য লিপিবদ্ধ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাহিদ হোসেন জানান, ওই নারী একজন প্যারামেডিক। কিন্তু নিজের এখতিয়ারে কোন নারীর গর্ভপাত করাতে পারেন না। তিনি চিকিৎকের কোন ধরনের পরামর্শ না নিয়ে এক নারীর অবৈধভাবে গর্ভপাত করেন। এতে ওই রোগীর জীবনের ঝূঁকি ছিল।
তবে প্যারামেডিক ওয়ালিদা বেগম জানান, তিনি গর্ভপাত বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভপাত করা যাবে না- এমন নিয়ম তার জানা ছিল না। এব্যপারে নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালনাকারী বেসরকারী সংস্থা ‘সিমান্তিক’ প্রকল্পের কর্মকর্তা শাহনেওয়াজ খান বলেন, যথাযথ নিয়ম ছাড়া গর্ভপাত আইনত দন্ডনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *