চাঁদপুরে ৩ হাজার কেজি পলিথিন উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার আশিকাটিস্থ উত্তর রালদিয়া নামক স্থানের একটি দোকান/গোডাউন থেকে কোষ্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, চাঁদপুর এর যৌথ অভিযানে আনুমানিক ৩০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে । মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিতরণের অভিযোগে আবদুল ওয়াদুদ নামক একজনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক এ,এইচ,এম রাসেদ, কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ লুতফর রহমান, সিনিয়র চিফ পেটি অফিসার সৈয়দ দীন মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব উত্তম কুমার, কোষ্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *