একজন সাধাসিধে রাষ্ট্রপ্রধান

Spread the love

নাগরিক ডেক্স : সংবাদপত্রের খবরে না এলেও বর্তমানে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের কল্যাণে তার গ্রাহকরা অনেক খবর জানতে পারেন। কিছু কিছু সংবাদ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তেমনি একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় অস্ট্রিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার ব্যালেনের একটি ছবি। ছবিতে দেখা যায়, ভিয়েনার রেলওয়ের স্টেশনে লাগেজ হাতে দাঁড়িয়ে অস্ট্রিয়ান প্রেসিডেন্ট। ইতালিতে যাওয়ার জন্য যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় তিনি। তবে আশেপাশে কোনো দেহরক্ষী বা প্রটৌকল নেই।

এবার সামনে এসেছে সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোভেনের ছবি। স্থানীয় যাত্রীবাহী ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি। ছবিতে দেখা যায় তিনিও নিজের লাগেজ নিজেই বহন করছেন। তার আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী নেই।

হামলার ঝুঁকি এড়ানোর জন্য রাষ্ট্রপ্রধানদের সাথে সবসময় দেহরক্ষীরা থাকেন। কিন্তু অস্ট্রিয়া কিংবা সুইডেনের রাষ্ট্রনেতারা সেসবের তোয়াক্কা করেননি। তাদের এ সাদামাটা জীবনযাপন নজর কেড়েছে নেটিজেনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *