হলি আর্টিজান: নগরীতে নিরাপত্তা জোরদার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায়কে কেন্দ্র করে বরিশাল নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘিরে নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি) চেকপোস্ট।
মঙ্গলবার রাত থেকেই গুলাশানে আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায়কে কেন্দ্র করে ১৫ থেকে ১৬টি চেকপোস্ট বসানো হয়। বিশেষ করে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, রুপাতলী বাস টার্মিনাল, নৌবন্দর, আমতলা মোড়ে সন্দেহজনকদের তল্লাশি চারিয়েছে বিএমপি। বুধবার রায় ঘোষনার আগেও নগরীর বিভিন্ন স্পটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। এছাড়াও নগরীর হোটেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো তল্লাশি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই সর্তক অবস্থানে ছিল পুলিশ। বুধবার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন, নগরীতে জঙ্গি তৎপরতা রোধে বেশ সতর্ক বিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *