চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের সাথে ইটভাটা মালিকদের মতবিনিময়

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ।
উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিকগণকে অনুরোধ করেন। এছাড়া আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধকরণসহ আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হয়নি এমন ইটভাটাকে আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য থাকলে জিগজ্যাগে রূপান্তর করার জন্য বলা হয়। এছাড়া সরকারী কাজে পর্যায়ক্রমে ব্লক ইট ব্যবহারের বাধ্যতামূলক করার বিষয়টি সভায় অবহিত করা হয়। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক জনাব শাহ মোঃ শফিকুল ইসলাম, মেসার্স রনি ব্রিকস-২ এর স্বত্বাধিকারী/পরিচালক জনাব মোঃ ফরহাদ পারভেজ, মেসার্স কামাল ব্রিকসের স্বত্বাধিকারী জনাব মোঃ শাহজাহান, মেসার্স অনি ব্রিকসের ম্যানেজার জনাব উত্তম কুমারসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *