আমতলীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

Spread the love

আমতলী প্রতিনিধি : প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলীতে উপজেলার দক্ষ যুব ও যুব মহিলাদের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার, আবুল বাশার নয়ন মৃধা, মোঃ নাশির উদ্দিন হাওলাদার। সেমিনারে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, কৃষি রেডিও’র ষ্টেশন ম্যানেজার মোঃ ইছা, বকুলনেছা মহিলা কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, গাজীপুর বন্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেস ক্লাব সভাপতি দেওয়ান কবির, সাধারণ সম্পাদক এম সাইদ খোকন, সিনিয়র সাংবাদিক খায়রুল বাশার বুলবুল,মোঃ জাকির হোসেন, মোঃ হোসাইন আলী কাজী ও জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ। সেমিনারে বক্তরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত উপজেলা থেকে ১ হাজার দক্ষ যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থান সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়িত হতে পারে তার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বিদেশে কর্মসংস্থানে পুরুষ কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতন ও নারী কর্মীরা যৌন হয়রানীর শিকার হচ্ছে। এ নির্যাতনের হাত থেকে রক্ষায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এ সেমিনারে প্রশাসন, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার ৭০ জন লোক অংশগ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *