পারভেজ মোশাররফের মৃত্যুদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদন্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত।
মঙ্গলবার ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে জরুরি অবস্থা জারির জন্য তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে কোনো বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার এটাই প্রথম বিচারের রায়। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন পারভেজ মোশাররফ।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *