কাঁদলেন মেয়র সাইদ খোকন

Spread the love

নাগরিক ডেক্স : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান খোকন। সেখান থেকে ২৫ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন। এরপর কার্যালয়ের গেটের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।

অশ্রুসিক্ত কণ্ঠে সাঈদ খোকন বলেন, ‘পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। পিতার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।’

খোকন বলেন, ‌‘ঢাকাবাসীর সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলাম। আজ আমার রাজনৈতিক জীবনের কঠিন সময়। এই কঠিন সময়ে আমি ঢাকাবাসীর প্রতি আহবান জানাই আমার জন্য একটু দোয়া করবেন।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র আরও বলেন, ‌‘অনেক কাজ করেছি, কিছু কাজ বাকি আছে। আমি যাতে কাজগুলো শেষ করে যেতে পারি। আমি আবারও বলি এই ঢাকা শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম।’

কান্নাজড়িত কণ্ঠে ঢাকার মানুষের কাছে নিজের জন্য দোয়া চেয়ে সাঈদ খোকন বলেন, ‘‌আল্লাহকে হাজির নাজির করে বলি, আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি, এই শহরের মানুষের জন্য। আজ এই কঠিন সময়ে যদি এই শহরের মানুষ আমার পাশে দাঁড়ায়, এই দেশের মানুষ পাশে দাঁড়ায় তাহলে আগামী পাঁচ বছর ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় মনোনয়ন পেতে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাঈদ খোকন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অনেকেই মনে করেন এবার তাপসই দলীয় মনোনয়ন পেতে পারেন। তাপসের বাইরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী সেলিমসহ আরও কয়েকজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *