বাকেরগঞ্জে ২ ইটভাটা ম্যানেজারকে দন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জে লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় দুটি ইটভাটার ম্যানেজারকে ১ বছরের কারাদন্ড অন্যথায় ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার মেসার্স এম আর বি ব্রিকস ও মেসার্স আলিফ ব্রিকস এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া জানান, বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় মেসার্স এম আর বি ব্রিকস এর ম্যানেজার মো: কবির মোল্লাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়। একই অভিযোগে মেসার্স আলিফ ব্রিকস এর ম্যানেজার আ: রাজ্জাক হাওলাদারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *