‘গ্লোবাল এলিমেন্ট অনুন্নত দেশকে অস্থির করছে’

Spread the love

নাগরিক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিয়া রহমান বলেছেন, বাংলাদেশের মত অনুন্নত দেশে একটি ক্রান্তিকাল অবস্থান করছে। এই ক্রান্তিকালে আমরা নানা ধরনের অপরাধের মুখোমুখি হচ্ছি। এখন আমরা মর্ডানাইজেশনের দিকে যাচ্ছি। এর ফলে নেতিবাচক ‘গ্লোবাল এলিমেন্ট’ মানুষের মধ্যে ঢুকে গেছে। আর এটি প্রচন্ড অস্থিরতা সৃস্টি করছে। আমরা না উন্নত বিশ্বের দিকে যেতে পাড়ছি , না ট্র্যাডিশনাল সোসাইটির মধ্যে আছি। নতুন যে সমাজের দিকে আমরা যাচ্ছি তার প্রাথমিক স্তরের উন্নয়নে অসম চরিত্র বিদ্যমান। বুধবার বরিশাল বিএম কলেজে ‘সামাজিক পরিবর্তন ও সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবনতা’ বিষয়ক এক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থপনায় তিনি এসব কথা বলেন।
কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোর্শেদা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: শফিকুর রহমান শিকদার। আলোচক ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আসাদুজ্জামান।
সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মো: আল আমিন সরোয়ার, অস্ট্রলিয়ার টাইটান ইউনিভার্সিটির অধ্যাপক ড. দেওয়ান আশরাফ প্রমূখ। সেমিনারের সঞ্চালনায় ছিলেন বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: হুমায়ুন কবীর ও ড. মো: ইব্রাহীম খলিল।
সেমিনারে ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সামাজিক পরিবর্তনের কারনে সাম্প্রতিক সময়ে নানা ধরনের নতুন নতুন অপরাধ প্রবনতা দেখা দিয়েছে সমাজে। এসব অপরাধ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *